প্রকাশিত: Mon, Dec 5, 2022 2:32 PM
আপডেট: Wed, Apr 30, 2025 4:42 AM

প্রত্যাশা করছি, যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দেবে না: শাহরিয়ার আলম

তরিকুল ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, আমরা প্রত্যাশা করছি মার্কিন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা দেবে না। আর কোনো নিষেধাজ্ঞা আসবে না। কারণ আমরা এনগেজমেন্ট বাড়িয়েছি। যে তথ্য তারা চাচ্ছিল, সেটা যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা অব্যাহতভাবে মার্কিন প্রশাসনের সঙ্গে যে এনগেজমেন্টে আছি, আর কোনো নিষেধাজ্ঞা আশা করছি না। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত আছে। সেই এনগেজমেন্টের অংশ হিসেবে গত সপ্তাহে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। যদিও এটি ক্লোজডোর মিটিং ছিল তারপরও এটুকু বলতে পারি যে, তারা নতুন করে বাংলাদেশের ওপর আর কোনো স্যাংশন দিবে বলে মনে করি না। বৈঠকে কী আলাপ হয়েছে আমি বলব না।

প্রতিমন্ত্রী বলেন, গত বছর ১০ ডিসেম্বর মার্কিন প্রশাসন থেকে নিষেধাজ্ঞা এসেছে। বিএনপি এত অর্থ ব্যয় করেছে যে, তাদের লবিস্টরাই বলেছেন, ১০ ডিসেম্বরের মধ্যে আমরা তোমাদের আরও নিষেধাজ্ঞা আদায় করে দেব। ওইদিন তোমরা রাজনৈতিক সভা কর। তাহলে তোমাদের সহায়ক হবে। কিন্তু আমার মনে হয় তাদের প্রচেষ্টা এবারও ব্যর্থ হবে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞা হয়ে যাওয়ার পর এটা তুলে নেওয়ার বিষয়টি দীর্ঘ প্রক্রিয়া। সে জায়গায় আইনি প্রক্রিয়ায় একমাত্র পন্থা। ক‚টনৈতিক পন্থা আছে। আইনি প্রক্রিয়া করার জন্য যে তথ্যগুলো আমাদের দরকার মোটামুটি যে তথ্যটা পেলে আমরা পরবর্তী পদক্ষেপে কেস ফাইল করতে পারব। সেটা আমরা অতি স¤প্রতি পেয়েছি। কার বিরুদ্ধে কী অভিযোগের ভিত্তিতে তারা এ কাজটি করলেন, সে তথ্যগুলো আমরা এক বছর পরে পেলাম। সম্পাদনা: সালেহ্ বিপ্লব